আইন নয়, বরং রাজনৈতিক প্রতিহিংসার কারণেই সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসা নিতে বিদেশে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দলের শিক্ষকেরা। খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও তাঁকে বিদেশে চিকিৎসা নেওয়ার অনুমতি দেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।
আজ সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে আয়োজিত মানববন্ধন থেকে সাদা দলের শিক্ষকেরা এই দাবি জানান। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও তাঁকে বিদেশে চিকিৎসা নেওয়ার অনুমতি দেওয়ার দাবিতে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন সাদা দলের আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সদ্য সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মো. লুৎফর রহমান। তিনি বলেন, ‘সরকারে থাকা অনেক ব্যক্তি সামান্য পীড়ায় পড়লেও বিদেশে চিকিৎসার অনুমতি পান। অথচ গণতন্ত্রের নেত্রী খালেদা জিয়া মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়লেও আইনের দোহাই ও অপব্যাখ্যা দিয়ে তাঁকে বিদেশে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে না। শুধু তাই নয়, দায়িত্বশীল জায়গা থেকে অত্যন্ত তিরস্কার করে কথা বলা হচ্ছে। দায়িত্বশীল জায়গা থেকে এ ধরনের কটূক্তির বিরুদ্ধে আমরা নিন্দা ও ধিক্কার জানাই। দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তি ও তাঁর বিদেশে সুচিকিৎসার অনুমতির জন্য সরকারের কাছে তাঁর পরিবার থেকে আবেদন করা হচ্ছে। কিন্তু সরকার কোনো অবস্থাতেই নমনীয় হচ্ছে না।’