দেশ থেকে বিদেশে অর্থ পাচার নিয়ে জাতীয় সংসদে এ পর্যন্ত অনেকবার আলোচনা হয়েছে। সরকার যদি এ ব্যাপারে কঠোর কিংবা অনমনীয় অবস্থান নেয় এবং দুর্নীতি দমন কমিশনসহ সংশ্নিষ্ট দায়িত্বশীল সব বিভাগেরই যদি সমতৎপরতা থাকে, তাহলে অর্থ পাচার ঠেকানো কঠিন কিছু কি? এ পর্যন্ত অর্থ পাচার রোধে যত কথা হয়েছে, সে অনুপাতে কি কার্যকর ব্যবস্থা নেওয়া হয়েছে? এ নিয়ে থেমে থেমে কথা হয়, আলোচনা-সমালোচনার ঝড় ওঠে; আবার সব মিইয়ে যায়। সম্প্রতি এ নিয়ে ফের আলোচনার সূত্রপাত। ৪৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানের দুদকের তৈরি করা তালিকার পরিপ্রেক্ষিতে কিছু প্রশ্ন দাঁড়িয়েছে।
বিশ্বব্যাপী আলোচিত পানামা পেপারস ও প্যারাডাইস পেপারসের প্রতিবেদন থেকে দেশের কয়েকটি সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্যের ভিত্তিতে দুদক তালিকা তৈরি করে হাইকোর্টে উপস্থাপন করে। আদালত সরকারের কাছে জানতে চেয়েছেন- এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হয়েছে?