২০০৮ সাল। ডিজিটাল বাংলাদেশের যাত্রা শুরু হয় এবং এরই সঙ্গে সম্ভাবনাময় এই ক্ষেত্রে আকাশসমান স্বপ্ন নিয়ে পথচলা শুরু করেন মো. মনির হোসেন। সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের আত্মপ্রত্যয়ী এক তরুণ, যিনি পড়াশোনার পাশাপাশি ভেবেছিলেন কর্মসংস্থানের এক নতুন ঠিকানা হতে পারে তথ্যপ্রযুক্তি। ছোটবেলা থেকেই ভিন্ন কিছু করার প্রত্যয়ে তাঁর এই ভিন্ন ভাবনা। অন্যদের মতো ডাক্তার, ইঞ্জিনিয়ার কিংবা সরকারি কর্মকর্তা, এসব পেশা কখনো আকৃষ্ট করেনি এই স্বপ্নবান তরুণকে। এই কর্মোদ্যমী তরুণ স্বপ্ন দেখেছেন ‘উদ্যোক্তা’ হওয়ার। তাই তো ছোট পরিসরে প্রায় শূন্য হাতে গুটি কয়েকজনকে নিয়ে সূচনা করেন ‘ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট’ ।