খাবার যেন মৃত্যুর কারণ না হয়

যুগান্তর ড. মুনীরউদ্দিন আহমদ প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২১, ০৯:০৬

মহান আল্লাহতায়ালা আমাদের জন্য যেসব খাবার হালাল করেছেন, তা কেউ হারাম করার ক্ষমতা রাখে না। জাতি হিসাবে আমরা বাংলাদেশিরা কোনো কোনো ব্যাপারে অতিমাত্রায় রক্ষণশীল ও চরমপন্থি। আমরা ভোজনবিলাসী নই শুধু, আমরা অতিমাত্রায় ভোজনবিলাসী। ভালো খাবার-দাবার পেলে তো কোনো কথাই নেই। কিছু উদাহরণ দিই। কোনো বিয়ের অনুষ্ঠানে একজন মেহমান যদি গুনে গুনে তেল ও চর্বিসমৃদ্ধ দশ টুকরো খাসির মাংস খান বা তিন প্লেট বিরিয়ানি খান, তাহলে তাকে অতিমাত্রায় ভোজনবিলাসী না বলে উপায় আছে? কোনো এক ঘরোয়া অনুষ্ঠানে এক ভদ্রলোক আমার সামনে এক ঘণ্টার মধ্যে এক লিটার কোমলপানীয় সাবাড় করে দিলেন। আমি তাকিয়ে তাকিয়ে দেখলাম এবং এক সময় জিজ্ঞেস করলাম-আপনি কি বরাবরই এভাবে কোমলপানীয় পান করেন? তিনি গর্বের সঙ্গে হ্যাঁ সূচক উত্তর দিলেন। মনে মনে ভাবলাম, এই ভদ্রলোকের কপালে দুঃখ আছে। আমার জানাশোনা অনেকেই প্রতিযোগিতা করে রসগোল্লা খায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us