মাইলস নিয়ে কী চলছে

প্রথম আলো প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২১, ০৮:০৫

শনিবার রাত একটা। মাইলসের ভেরিফায়েড ফেসবুক পেজে ঘোষণা এল—পেজটি দখল করে নিয়েছিলেন শাফিন আহমেদ! পরে সেটি উদ্ধার করা হয়। এরপর ভক্তদের মনে বিভ্রান্তি তৈরি হয়, শাফিন আহমেদ কেন মাইলসের পেজ দখল করবেন? তিনি তো মাইলসের সদস্য। যাঁরা অবগত আছেন, তাঁদের মনে থাকার কথা, এরই মধ্যে বেশ কয়েকবার শাফিন আহমেদ মাইলস ছাড়ার ঘোষণা দিয়েছিলেন। আবার সে কথা ফিরিয়েও নিয়েছেন। মাইলস নিয়ে আসলে কী চলছে?


গত শনিবার দিবাগত রাত একটায় মাইলসের ফেসবুকে পোস্ট করা হয়, ‘গত ২২ ফেব্রুয়ারি মাইলসের ফেসবুক পেজ থেকে হামিন আহমেদ, মানাম আহমেদ, জিয়াউর রহমান তূর্য ও ইকবাল আসিফ জুয়েলকে সরিয়ে পেজটি দখল করে নেন শাফিন আহমেদ। আপনাদের দোয়া আর সৌভাগ্যক্রমে ১০ ডিসেম্বর পেজটি ফেরত পাওয়া গেছে। ন্যক্কারজনক এই বেদখলের পেছনের সব ঘটনা প্রমাণসহ জানানো হবে যথা সময়ে। মাইলসের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us