ইউরোপীয় ইউনিয়নজুড়ে করোনায় আক্রান্তের হার বেড়ে চলেছে। সংক্রমণ ঠেকাতে অনেক সদস্য রাষ্ট্রই বিধিনিষেধও কঠোর করেছে। এর মধ্যে রয়েছে কোনও কোনও পেশার জন্য টিকা বাধ্যতামূলক করা, লকডাউন এবং স্কুল শিক্ষার্থীদের জন্য মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা। কিন্তু অনেকেই এসব বিধিনিষেধে খুশি নন। ক্ষোভ প্রকাশ করতে রাস্তায়ও নেমেছেন তারা। কিন্তু এই বিধিনিষেধ মানতে না চাওয়া এবং বিক্ষোভের কারণ কী?
জার্মানি এবং এর প্রতিবেশী দেশগুলোতেই মূলত বিক্ষোভগুলো হচ্ছে। অস্ট্রিয়ান পুলিশের তথ্য অনুযায়ী, ভিয়েনায় প্রায় ৪০ হাজার মানুষ সম্প্রতি লকডাউন এবং বাধ্যতামূলক টিকা দেওয়ার বিরুদ্ধে মিছিল করেছেন। কিছু বিক্ষোভ সংঘর্ষে রূপ নেয়।