দেশের ৬৪টি জেলা ও দায়রা জজ আদালতে মাতৃদুগ্ধ পান কেন্দ্র স্থাপন করতে নির্দেশনা দিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে আইন মন্ত্রণালয়। রোববার (১২ ডিসেম্বর) আইন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব একরামুল হক শামীম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ৬৪টি জেলার জেলা ও দায়রা জজ আদালতের সুবিধাজনক স্থানে আগামী ৩০ ডিসেম্বর ২০২১ তারিখের মধ্যে মাতৃদুগ্ধ পান কেন্দ্র স্থাপন করে মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগে অবহিত করার অনুরোধ করা হয়েছে।
এছাড়া ইতোমধ্যে যেসব জেলা জজ আদালতে মাতৃদুগ্ধ পান কেন্দ্র স্থাপন করা হয়েছে, সেসব জেলা থেকে ৩০ ডিসেম্বরের মধ্যে ছবিসহ বাস্তবায়ন সংক্রান্ত তথ্য পাঠানোর অনুরোধ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।