মাধ্যমিক স্তরে শিক্ষার্থী ভর্তিতে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণের সুযোগ নেই। কিন্তু রাজধানীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হলিক্রস ষষ্ঠ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ১০ থেকে ১১ বছর নির্ধারণ করে দিয়েছে।প্রতিষ্ঠানটির ভর্তির শর্তে বলা হয়েছে বলা হয়েছে, ষষ্ঠ শ্রেণিতে ভর্তিতে ২০২২ সালের ১ জানুয়ারি পর্যন্ত বয়স হতে হবে ১০ থেকে ১১ বছরের মধ্যে। অথচ সরকারের নির্দেশনা অনুযায়ী প্রথম শ্রেণিতে ভর্তির সর্বনিম্ন বয়স ৬ বছরের অধিক হতে হতে হবে।
সেই হিসেবে পঞ্চম শ্রেণি পাস করার পর একজন শিক্ষার্থীর সর্বনিম্ন বয়স দাঁড়ায় ১১ বছরের বেশি। অথচ হলিক্রসে ১১ বছরের বেশি বয়স হলে ভর্তি হওয়া যাবে না হলিক্রসে। শিক্ষার্থী ভর্তির বয়স সংক্রান্ত এই সরকারি নির্দেশনা মানছে না প্রতিষ্ঠানটি।