লোশন এবং ক্রিম- কোন পরিস্থিতিতে কোনটা ভালো সেটা নিয়ে মনে প্রশ্ন জাগতেই পারে। আর উত্তর পেতে প্রথমে জানতে হবে লোশন আর ক্রিমের মধ্যে পার্থক্যটা। ‘ওয়েলঅ্যান্ডগুড’ ওয়েবসাইটের প্রতিবেদনে দুজন চিকিৎসকের পরামর্শ তুলে ধরা হয়।
তারা হলেন যুক্তরাষ্ট্রের সনদস্বীকৃত অ্যালার্জি বিশেষজ্ঞ ও ‘ইমিউনোলজিস্ট’ রাতিকা গুপ্তা এবং আরেক সনদস্বীকৃত ত্বক বিশেষজ্ঞ অ্যানি গঞ্জালেস। লোশন কী? লোশন মূলত এক ধরনের ‘ময়েশ্চারাইজার’ যার প্রধান উপাদান হল পানি। সঙ্গে থাকে কিছু তেল আর আর্দ্রতা সরবরাহকারী উপাদান।