শিরোনাম দেখে খানিকটা কল্পনা করে নিতে পারেন, সিঁড়ি দিয়ে যানবাহন চলাচল করছে! কল্পনা করা দোষের কিছু নয়, করতেই পারেন। কিন্তু কেন বলা হচ্ছে এ কথা? জানতে হলে একটু পড়ে নিতে হবে শনিবারের আজকের পত্রিকার শেষ পাতায় ছাপা হওয়া রাঙামাটির একটি খবর। শিরোনাম, ‘গ্রামের রাস্তা বন্ধ করে দেয়াল নির্মাণ সওজের’।
খবর পড়ে জানা যায়, রাঙামাটি সদর উপজেলার কুতুকছড়ি ইউনিয়নে রাঙামাটি-চট্টগ্রাম সড়কের ধারক দেয়াল নির্মাণ করছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। এতে বন্ধ হয়ে গেছে মোনতলা সূর্যকুমার কার্বারিপাড়াবাসীর একমাত্র কাঁচা রাস্তাটি। ফলে চলাচলে চরম ভোগান্তিতে পড়েছেন গ্রামবাসী।