পায়েস, পোলাও, মাংস কিংবা অন্যান্য খাবারে সুগন্ধ ছড়াতে তেজপাতা অতুলনীয়। তাছাড়া তেজপাতা একটি ওষুধি পাতাও। আদিকাল থেকেই নানান রোগের উপসম হিসেবে তেজপাতা ব্যবহার হয়ে আসছে। এছাড়াও প্রাচীন গ্রীকে ঐতিহ্যগত ওষুধ তৈরিতে তেজপাতা ব্যাপকভাবে ব্যবহার করা হয়।
তবে খাবারে সুগন্ধ ছড়ানো এবং ওষুধ হিসেবে ব্যবহার করা ছাড়াও রূপচর্চায় তেজপাতা ব্যবহার হয়ে থাকে। বিশেষ করে চুলের যত্নে তেজপাতা দারুণ কার্যকরী। চুলের যেকোনো সমস্যা দিন কয়েকে কমিয়ে দিতে পারে তেজপাতা।