রাজধানীর ধানমণ্ডির এক বাসায় চুরির ঘটনায় জড়িত অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে র্যাব।এরা হলেন- নাসির শেখ (২৫), ফরহাদ (২৯), সেলিম (২৬) ও আজাদ (৩৮)।তাদের কাছ দুটি অস্ত্র, চারটি মোবাইল ফোন, নগদ ৪ হাজার ৮০০ টাকা এবং বাসা থেকে চুরি যাওয়া গলিত স্বর্ণের বার ও চারটি অলঙ্কার উদ্ধার করা হয়। রাজধানীর মোহাম্মদপুর ও ঢাকা উদ্যান এলাকায় অভিযান চালিয়ে শুক্রবার রাতে তাদের গ্রেপ্তার করা হয় বলে শনিবার সংবাদ সম্মেলনে জানানো হয়।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, গত ৭ ডিসেম্বর রাতে ধানমণ্ডির এক বাসার জানালার গ্রিল কেটে চুরির হয়। বাসার আলমারি ও ওয়্যারড্রোব ভেঙে প্রায় ২০ ভরি স্বর্ণালংকার ও কিছু নগদ টাকা চুরি হয়। সিসি ক্যামেরায় ধরা পড়া চুরির ঘটনার ভিডিও ফুটেজ নজরে এলে র্যাব তদন্তে নামে।