হয়রানি বন্ধ চান রেস্তোরাঁ মালিকেরা

প্রথম আলো প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২১, ২০:৫৬

রেস্তোরাঁ খাতের ক্ষুদ্র উদ্যোক্তাদের হয়রানি বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি। এ ছাড়া আমলাতান্ত্রিক জটিলতা নিরসনে ওয়ান–স্টপ সার্ভিস চালুর দাবি করেছে তারা।রাজধানীর একটি কমিউনিটি সেন্টারে আজ শনিবার অনুষ্ঠিত ৩৩তম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের (বর্ধিত) সভায় এ দাবি করেন বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির নেতারা।


সভায় সমিতির মহাসচিব ইমরান হাসান বলেন, বর্তমানে রেস্তোরাঁ পরিচালনায় কমবেশি ১১টি সংস্থার দ্বারস্থ হতে হয়। ছোট উদ্যোক্তাদের প্রতিবছর এই ১১টি সংস্থায় ঘুরতে হয় নতুন লাইসেন্স করা, নবায়ন—এমন অনেক কাজেই সেখানে যেতে হয়। এতে ছোট উদ্যোক্তাদের অনেকে হয়রানির শিকার হন। পাশাপাশি আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হন তাঁরা। তাঁদের দাবি, এতগুলো প্রতিষ্ঠানের কাছে না গিয়ে উন্নত বিশ্বের মতো একটি ওয়ান-স্টপ সার্ভিস থেকে সব অনুমতি দিতে হবে। সে জন্য অবিলম্বে একটি টাস্কফোর্স গঠন করে সব কাজ একটি মন্ত্রণালয়ের অধীনে নিয়ে আসতে হবে। আর ছাড়পত্রের মেয়াদ এক বছরের পরিবর্তে তিন বছর করা হোক।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us