মাদারীপুরবাসীর জন্য ৩০ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে নির্মিত হয়েছে অত্যাধুনিক জেলা সদর হাসপাতাল। তবে নির্মানের দুই বছরেও এটি চালু করা সম্ভব হয়নি। কোনপ্রকার সেবা প্রদান ছাড়াই পড়ে আছে আড়াইশ’ শয্যার ৬ তলাবিশিষ্ট নতুন ভবনটি। এতে কাঙ্খিত সেবা না পাওয়ায় চরম বিপদের মুখে পড়েছে স্থানীয় লোকজন।
সরেজমিন ঘুরে রোগী ও স্বজনদের সাথে কথা বলে জানা গেছে, বুকে ব্যথ্যা নিয়ে মাদারীপুর সদর উপজেলার শ্রীনাথদী বাজিতপুর থেকে হাসপাতালে এসেছেন বিউটি বেগম। তার অভিযোগ, শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত অপেক্ষা করেও পাননি চিকিৎসকের দেখা। এমনকি চিকিৎসকের কক্ষটিও রয়েছে তালাবদ্ধ। ফলে বাধ্য হয়ে বাড়ি ফিরে যাচ্ছেন তিনি। এমন অভিযোগ, মস্তফাপুর থেকে আসা নুরুজাহান বেগম, জামাল ফকিরসহ অসংখ্য রোগীর।