গুঞ্জন ছিল, অভিনেতা জাহির ইকবালের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন সোনাক্ষী সিনহা। কিন্তু চর্চা-বিতর্ক এড়াতে নাকি আড়াল রাখছিলেন দুজনের সম্পর্ক। তবে শনিবার প্রেমিকের জন্মদিনে আর রাখঢাক করলেন না অভিনেতা ও রাজনীতিক শত্রুঘ্ন সিনহার মেয়ে। ইনস্টাগ্রামে খোলা চিঠি লিখে ফেললেন জাহিরের উদ্দেশে।
চিঠির শুরুতেই খুনসুটির সুর, ‘পৃথিবীতে যে মানুষটা আমাকে সব চেয়ে বেশি জ্বালাতে পারে, তাকে জন্মদিনের শুভেচ্ছা। আবার এই মানুষটার মতো সুন্দর কেউ কি আর আছে! কী ভাবে এমন সম্ভব? তুমি কীভাবে একই সঙ্গে দু’রকম হয়ে আমার সঙ্গে থাকতে পার?’ সোনাক্ষী আরও লিখেছেন, ‘এই পৃথিবীতে আসার জন্য ধন্যবাদ। শুভ জন্মদিন।’
এই লেখার সঙ্গে দুটি ছবি জুড়েও দিয়েছেন সোনাক্ষী। প্রথম ছবিতে সোনাক্ষীর কাঁধে জাহিরের হাত। ক্যামেরা থেকে চোখ সরিয়ে আনমনে অন্যদিকে চেয়ে দুজনেই। দ্বিতীয়টিতে নকল ঢাল-তলোয়ার নিয়ে যুদ্ধে নেমেছেন তারা।