আমরা নগরে একটা জরিপ চালিয়েছিলাম। গ্রাহকদের যৌক্তিক দাবিগুলো বোঝার চেষ্টা করা হয়েছে। যাঁরা নিয়মিত বিল দিয়েছেন, যাঁরা বিল দিয়ে যাচ্ছেন, অবশ্যই তাঁদের বিষয়টি বিবেচনায় নেওয়া উচিত। আবার অনেকের বিল দিনের পর দিন বকেয়াও আছে। সাধারণ সভায় এসব বিষয়ে আলোচনা করে কীভাবে বিষয়টি সমন্বয় করা যায়, এ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে আপাতত যেটা মনে করছি সেটা হলো, আবাসিক গ্রাহকদের জন্য বিল বাড়ানোর বিষয়টি পুনর্বিবেচনা করা হবে। অন্যদিকে বাণিজ্যিক ও প্রাতিষ্ঠানিক যেসব গ্রাহক আছেন, তাঁদের মিটার লাগিয়ে দেওয়া হবে। মিটারই জানাবে, তাঁরা কতটুকু পানি ব্যবহার করছেন, সে অনুযায়ী পানির বিল নির্ধারিত হবে। মোটকথা, একটা যৌক্তিক সিদ্ধান্তে যাওয়া হবে আগামী সাধারণ সভায়।