হাতিরপুলের বাজার মানে ‘বড়লোকের বাজার’

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২১, ১০:২৬

স্থানীয়দের কাছে হাতিরপুল বাজারের আরেক নাম—‘বড়লোকের বাজার’। ধনীরাই নাকি এখানে বাজার করতে আসেন। এ বাজারের অধিকাংশ পণ্যের দাম ঢাকার যে কোনও বাজারের চেয়ে বেশি। প্রায় সব পণ্যেই কেজিতে ১০-২০ টাকা বেশি নেন বিক্রেতারা। এমনকি কোনও পণ্য কেজিতে ৪০ টাকা বাড়তি দাম দিয়েও কিনতে দেখা গেছে। অথচ সরকারের খাতায় এই বাজারের অস্তিত্বই নেই। সিটি করপোরেশনের অনুমোদন ছাড়াই ফুটপাত দখল করে গড়ে উঠেছে বাজারটি।


হাতেগোনা কয়েকজন বিক্রেতা আছেন এই বাজারে। তাদের একজন খলিলুর রহমান। সবজি বিক্রি করেন তিনি। জানালেন, এই বাজারের কিছু বিশেষত্ব আছে। প্রথমত, এখানকার পণ্যের কোয়ালিটি ভালো। দ্বিতীয়ত, এখানে সব ধরনের পণ্য পাওয়া যায়। যারা আসেন তাদের অধিকাংশই ধনী। তিনি আরও বলেন, দাম বেশি জেনেই এখানে ক্রেতারা আসেন। তারা এখানকার নিয়মিত খদ্দের। এমনও ক্রেতা আছেন, যিনি মিরপুর থেকে গাড়ি নিয়ে এখানে আসেন বাজার করতে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us