পাট, বস্ত্র ও তথ্যপ্রযুক্তি খাতে সর্বোচ্চ রিটার্ন

বণিক বার্তা প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২১, ০৩:০৩

সাপ্তাহিক লেনদেনে ইতিবাচক ধারায় ফিরেছে দেশের পুঁজিবাজার। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে লেনদেন বেড়েছে ৫ শতাংশের বেশি। সূচকের পাশাপাশি বেড়েছে অধিকাংশ কোম্পানির শেয়ারদরও। এক্সচেঞ্জটিতে সাপ্তাহিক ইতিবাচক রিটার্নে আধিপত্য ছিল পাট, বস্ত্র ও তথ্যপ্রযুক্তি (আইটি) খাতের। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়লেও কমেছে লেনদেন।


বাজার বিশ্লেষণে দেখা যায়, গত সপ্তাহে অধিকাংশ খাতেই ইতিবাচক রিটার্ন এসেছে। এর মধ্যে সবচেয়ে বেশি রিটার্ন এসেছে পাট খাতের, ১১ দশমিক ১ শতাংশ। এর পরেই রয়েছে বস্ত্র খাত। খাতটিতে রিটার্ন এসেছে ৬ শতাংশ। তৃতীয় অবস্থানে থাকা আইটি খাতে রিটার্ন এসেছে ৫ দশমিক ৭ শতাংশ। লেনদেন চিত্রে দেখা যায়, গত সপ্তাহে ডিএসইতে মোট ৫ হাজার ৩০৯ কোটি টাকার লেনদেন হয়েছে। যেখানে আগের সপ্তাহে লেনদেন ছিল ৫ হাজার ৪০ কোটি টাকার মতো। এক সপ্তাহের ব্যবধানে এক্সচেঞ্জটিতে লেনদেন বেড়েছে ২৬৯ কোটি টাকার বেশি বা ৫ দশমিক ৩৪ শতাংশ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us