আসপিয়াকে জমি দিতে চান অনেকে

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২১, ২২:২০

ভূমির মালিক না হওয়ায় পুলিশ কনস্টেবল পদে চাকরি পেতে জটিলতা তৈরি হয়েছে বরিশালের হিজলা উপজেলার বাসিন্দা আসপিয়া ইসলামের। যদিও প্রশাসনের তৎপরতায় আলোর মুখ দেখার পথে রয়েছে আসপিয়ার পুলিশ হওয়ার স্বপ্ন। তবে শুধু প্রশাসন নয়, এ তরুণীর দুর্দিনে ও স্বপ্নের বাস্তবায়নে তাকে সহায়তার জন্য এগিয়ে এসেছেন অনেকে। দিতে চাচ্ছেন আসপিয়ার কাছে এ সময়ে সবচেয়ে কাঙ্ক্ষিত এক খণ্ড ভূমি।


পুলিশ কনস্টেবল হতে মেধা ও শারীরিক যোগ্যতার সব পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন আসপিয়া। ছিলেন শুধু নিয়োগের অপেক্ষায়। তবে শেষ সময়ে বাধে বিপত্তি। আসপিয়া ও তার পরিবারের কেউ ভূমির মালিক না হওয়ায় ‘পুলিশে তার চাকরি হবে না’ বলে জানানো হয়। এরপরই এ নিয়ে খবর প্রকাশিত হয় বাংলা ট্রিবিউনে। চারদিক থেকে আশ্বাস ও ভরসা পেতে থাকেন আসপিয়া। জেলা প্রশাসনের নির্দেশে উপজেলা প্রশাসন আসপিয়াকে প্রধানমন্ত্রীর উপহারের ঘর ও জমি দেওয়ার প্রক্রিয়া চালাচ্ছে। এ ছাড়াও এ তরুণীর পাশে দাঁড়িয়েছেন অনেকেই। তাদের কথা, জমির জন্য যেন কোনোভাবেই দরিদ্র এ মেয়েটি সোনার হরিণ চাকরি থেকে ছিটকে না পড়ে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us