যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে) জানিয়েছে, ২০২১ সালে বিশ্বজুড়ে কারাগারে বন্দি সাংবাদিকের সংখ্যার নতুন রেকর্ড তৈরি হয়েছে।
১ ডিসেম্বর পর্যন্ত বিশ্বব্যাপী মোট ২৯৩ জন সাংবাদিক কারাগারে ছিলেন, যা আগের বছর কারাবন্দি ২৮০ জনের তুলনায় বেশি।
গতকাল বৃহস্পতিবার প্রকাশিত সিপিজের বার্ষিক প্রতিবেদনের বরাত দিয়ে সংবাদ সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।
সিপিজের প্রতিবেদনে বলা হয়, শুধু চীন ও মিয়ানমারেই ২৯৩ জন গণমাধ্যমকর্মীর এক চতুর্থাংশকে কারাবন্দি করে রাখা হয়েছে। চীনে ৫০ জন, মিয়ানমারে ২৬ জন, মিশরে ২৫ জন, ভিয়েতনামে ২৩ জন এবং বেলারুশে ১৯ জন সাংবাদিক জেলবন্দি আছেন।