বিশ্বের প্রথম কম্পিউটার বিজ্ঞানী কে?

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২১, ১১:৩৮

আধুনিক কম্পিউটার আবিষ্কার হওয়ারও ১০০ বছর আগের কথা। তখন কম্পিউটার শব্দটা সম্পর্কে কারও ধারণাই ছিলো না। আর ওই সময় কম্পিউটার বিজ্ঞানী হিসেবে নিজেকে পরিচিত করা সহজ কোনো বিষয় ছিলো না। পুরুষতান্ত্রিক সমাজে একজন নারীর কম্পিউটার বিজ্ঞানী হয়ে ওঠা ছিলো আকাশকুসুম ভাবনা ছাড়া আর কিছুই নয়! বলছি, অ্যাডা লাভলেসের কথা। মহিয়সী এই নারী সম্পর্কে কারও তেমন ধারণা নেই। তারনাম শুধু কম্পিউটার শিক্ষা বইয়ের দু-চার লাইনের মধ্যে সীমাবদ্ধ।


অথচ একজন দুর্দান্ত গণিতবিদের পাশাপাশি, অ্যাডা ছিলেন নামকরা কবি, বিশ্লেষক ও দার্শনিক। অ্যাডা লাভলেসের বাবার নাম বিখ্যাত ব্রিটিশ কবি লর্ড বায়রন। তাকে বিখ্যাত ব্রিটিশ কবি লর্ড বায়রনের কন্যা হিসেবে না হলেও, পৃথিবীর প্রথম প্রোগ্রামার হিসেবে তার সুখ্যাতি আছে। অ্যাডা গাণিতিক সংশয়গুলোকে কবিতার সঙ্গে মিলিয়ে ফেলতেন অধিকাংশ সময়। তার এসব কাজকে অনেকে ‘পোয়েটিকাল সায়েন্স’ বলেও অভিহিত করেছেন। ১৮১৫ সালের ১০ ডিসেম্বর লন্ডনে জন্মগ্রহণ করেন অগাস্টা অ্যাডা বায়রন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us