মৃত্যুর পরও বেঁচে থাকবেন আপনি, হুবহু আপনার মতো চেহারার ও অভিব্যক্তির নকল 'আপনি'র মাধ্যমে। কীভাবে?
চার বছর বয়সী এমা একদিন খেলাচ্ছলে তার আইপ্যাডের 'সিরি'-কে অন করে বসে। সিরির কণ্ঠ শোনামাত্রই তার চোখেমুখে জেগে ওঠে কৌতূহল। সে বাবাকে জিজ্ঞেস করে, "আব্বু, এটা কী?"
"ওর নাম সিরি। তুমি চাইলে কথা বলতে পারো ওর সাথে," জবাব দেন বাবা।
সিরির কাছে শিশুটির প্রথম প্রশ্ন ছিল তার মা আছে কি না। এরপর বাচ্চারা সাধারণত যেসব প্রশ্ন করে, সেসব প্রশ্নই আসতে থাকে তার মুখ থেকে-—"তুমি আইসক্রিম পছন্দ করো?", "খেলনা পছন্দ করো?"