জন্মগতভাবেই কি দুটি দিক দিয়ে পিছিয়ে বাংলাদেশের মানুষ? একটা হলো শারীরিক শক্তি, আরেকটি ধৈর্য। আগেই বলে রাখা ভালো, প্রশ্নটা তোলা হচ্ছে ক্রিকেট খেলাকে মাথায় রেখে।
টি-টোয়েন্টি ক্রিকেটের কথাই ধরুন। চার-ছক্কার এই খেলায় ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, পাকিস্তানের ক্রিকেটাররা যে রকম বাহুবলী শট খেলতে পারেন; সেই সামর্থ্য কি আছে বাংলাদেশের ক্রিকেটারদের? সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর সদ্য শেষ হওয়া পাকিস্তান সিরিজেও এটা ভালোভাবেই প্রমাণিত যে বাংলাদেশ দলে ‘পাওয়ার হিটার’ নেই।