গিজারের আদ্যপ্রান্ত

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০২১, ১২:০৬

বিদ্যুত খরচের কথা চিন্তা করে অনেকেই গিজার ব্যবহারের চিন্তা বাদ দেন।তবে শীতের সময় গরম পানি করার ঝামেলা কমাতে পারে গিজার।তাছাড়া বাড়িতে বৃদ্ধ কিংবা শিশু থাকলে গরম পানির চাহিদাও বেড়ে যায়। আর তা হাঁড়িতে গরম করে সামাল দেওয়া প্রায় সময় ঝামেলাকর।বিদ্যুত খরচের কথা চিন্তা করে গিজার ব্যবহারের বিষয়ে পিছিয়ে গেলেও বাজার ঘুরে দেখা গেল খরচটা খুব বেশিও নয়।


গিজার’য়ের ব্যাপারে বিস্তারিত জানতে বিডিনিউজ টোয়েন্টিফোরের পক্ষ থেকে যোগাযোগ করা হয় ‘টিয়েরা ইন্টারন্যাশনাল’য়ের কর্ণধার মাইনুল ইসলাম খানের সঙ্গে।প্রাতিষ্ঠানিকভাবে বিভিন্ন ভবনে পানি গরম করার যন্ত্র বসানোর পাশাপাশি ফেইসবুকের মাধ্যমেও ‘গিজার’ সরবরাহ করেন তারা।মাইনুল ইসলাম বলেন, “গিজার’ মূলত হয় দুই পদের। ‘ইন্সট্যান্ট টাইপ’ আর ‘ট্যাংক টাইপ’।” ‘ইন্সট্যান্ট টাইপ’ গরম পানির যন্ত্রটি আসলে একটি কল। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us