বৃদ্ধকে মোটরসাইকেলে চাপা দিয়ে উল্টো ছিনতাই মামলা

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৮ ডিসেম্বর ২০২১, ২১:২৯

ফরিদপুরের সদরপুরে এক যুবকের বেপরোয়া গতির মোটরসাইকেলচাপায় শেখ হাবিবুর রহমান নামে এক বৃদ্ধের পা ভেঙে যায়। টাকার অভাবে চিকিৎসা করাতে না পেরে ভাঙা পা নিয়ে বাড়ির বিছানায় পড়ে আছেন তিনি। এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে একটি মামলা হয়। তবে ঘটনা ভিন্ন খাতে নিতে উল্টো ওই বৃদ্ধার ভাগিনা ও ভাতিজার বিরুদ্ধে ছিনতাইয়ের মামলা করে অভিযুক্ত যুবকের পরিবার।


খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার ভাষানচর ইউনিয়নের মেছেরেরডাঙ্গী গ্রামে ২৭ অক্টোবর রাতে বৃদ্ধ হাবিবুর রহমান বাড়ি সংলগ্ন মসজিদের ওজুখানা থেকে হাতমুখ ধুয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় একই গ্রামের নাজিমুদ্দিন সরদারের ছেলে নাহিদ সরদার (১৯) তার মোটরসাইকেল বেপরোয়া গতিতে চালানোর সময় বৃদ্ধকে চাপা দেন। এতে তার বা পায়ের হাড় ভেঙে যায় এবং হাতেও মারাত্মক আঘাতপ্রাপ্ত হন। আহত অবস্থায় তাকে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের ট্রমা সেন্টারে পাঠান। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us