গ্রুপ পর্বে ছয় ম্যাচের সবকটিতে জয়; প্রতিপক্ষের জালে বল পাঠিয়েছে ২০ বার, হজম করেছে মাত্র পাঁচটি। এই সংখ্যাগুলোই প্রমাণ করে চ্যাম্পিয়ন্স লিগে কী দারুণ ছন্দে আছে আয়াক্স। অপেক্ষা এবার নকআউট পর্বের। একের পর এক দুর্দান্ত পারফরম্যান্স উপহার দেওয়া ডাচ দলটি বাকিদের জন্য চিন্তার কারণ হয়ে উঠেছে বলে মনে করছেন তাদের কোচ এরিক টেন হাগ।এই ডাচ কোচের মতে, কোয়ার্টার-ফাইনালের ওঠার লড়াইয়ে কেউই আয়াক্সের সামনে পড়তে চাইবে না। গ্রুপ পর্বের শেষ ম্যাচে মঙ্গলবার রাতে ঘরের মাঠে স্পোর্তিং লিসবনের বিপক্ষে ৪-২ গোলে জেতে আয়াক্স।
ছয় ম্যাচের সবকটি জিতে ১৮ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের সেরা তারা। ৯ পয়েন্ট নিয়ে তাদের সঙ্গে শেষ ষোলো নিশ্চিত করেছে স্পোর্তিং। অপরাজেয় এই পথচলায় দারুণ এক কীর্তি গড়েছে আয়াক্স। চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে শতভাগ জয়ের অভিজাত ক্লাবে জায়গা করে নেওয়া আট দলের একটি তারা। গত রাতে এসি মিলানকে হারিয়ে প্রথম ইংলিশ দল হিসেবে এই তালিকায় জায়গা করে নেয় লিভারপুলও। অসামান্য এই কীর্তি দুইবার দেখাতে পেরেছে কেবল প্রতিযোগিতাটির রেকর্ড ১৩ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। আয়াক্স কোচের কথায় আত্মবিশ্বাসের কমতি না থাকলেও পরের ধাপের লড়াইয়ের জন্য বেশ সতর্কও তিনি।