নয়াদিল্লি থেকে তামিলনাড়ুর সুলুরের উদ্দেশে রওনা দিয়েছিলেন চিফ অব ডিফেন্স স্টাফ তথা সেনা সর্বাধিনায়ক বিপিন রাওয়ত। সঙ্গে ছিলেন স্ত্রী মধুলিকাও। সেই যাত্রা শেষ হয়েছিল নির্বিঘ্নে। কিন্তু সুলুর থেকে ওয়েলিংটনের উদ্দেশে ওড়ার কিছু ক্ষণের মধ্যেই ঘটে ভয়াবহ দুর্ঘটনা।
দুর্ঘটনার জেরে কপ্টারে থাকা ১৪ জনের মধ্যে ১৩ জনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে প্রাথমিক ভাবে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করা হয় বিপিনকে। ভর্তি করানো হয় হাসপাতালে। তবে এর কিছু ক্ষণের মধ্যেই মৃত্যু হয় তাঁর। প্রাণ হারান বিপিনের স্ত্রী মধুলিকাও। ওই দুর্ঘটনায় গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি ভারতীয় বায়ু সেনার গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংহ। দুর্ঘটনার পর আগুন জ্বলে যায় কপ্টারটিতে। যাত্রীরা সকলেই কমবেশি অগ্নিদগ্ধ হন। নিহতদের শনাক্ত করতে ডিএনএ পরীক্ষা হবে বলে সূত্রের খবর। কী ভাবে দুর্ঘটনা ঘটল তা জানতে তদন্তের নির্দেশ দিয়েছে ভারতীয় বায়ু সেনা।