নিজেকে বিটকয়েনের উদ্ভাবক হিসেবে দাবি করেন কম্পিউটার বিজ্ঞানী ক্রেইগ রাইট। ১১ লাখ বিটকয়েনের মালিক রাইটের অর্ধেক সম্পদের মালিকানা দাবি করে মামলা করেছিলেন তারই এক সাবেক সহকর্মীর পরিবার। রাইটের পক্ষে রায় দিয়েছে মায়ামির আদালত, তার হাতেই থাকবে পাঁচ হাজার চারশ’ কোটি ডলার সমমূল্যের বিটকয়েন।
নিজের হাতে থাকা বিপুল পরিমাণ বিটকয়েনের অর্ধেক না দিতে হলেও বৃদ্ধিবৃত্তিক সম্পদের অপব্যবহারের ক্ষতিপূরণ হিসেবে সাবেক সহকর্মী ডেভ ক্লেইম্যানের পরিবারকে ১০ কোটি ডলার দেবেন রাইট-- এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি। কম্পিউটার নিরাপত্তা বিশেষজ্ঞ ক্লেইম্যান মারা গেছেন ২০১৩ সালে। তবে তার পরিবারের অভিযোগ, ক্লেইম্যান এবং রাইট মিলে বিশ্বের প্রথম বিটকয়েন উদ্ভাবন করেছিলেন, কিন্তু রাইট সেটি চুরি করে নেন।