তথ্যপ্রযুক্তির যুগে আমরা মানুষকে সামনা সামনি যতটা না চিনি, তারচেয়ে স্যোশাল মিডিয়াতে বেশি খুঁজে পাই। ফেসবুকে অ্যাকাউন্ট নেই এমন মানুষ বর্তমানে খুব কম। একজন ব্যক্তি এমনিতে হয়ত খুবই সাদাসিধা থাকে, কিন্তু ফেসবুকে তার কার্যক্রম আলাদা, তার প্রোফাইল ছবি, বায়ো, ফ্রেন্ডস, পোস্ট এগুলো হতে পারে অনেক আকর্ষণীয়। এজন সব সময় নিজের ফেসবুক প্রোফাইলের দিকে বেশি সচেতন থাকতে হয়। ব্যক্তিগত সুরক্ষার জন্য নিজের ফেসবুক প্রোফাইল লক করে রাখেন। এই ফিচার চালু করে রাখলে ফ্রেন্ড লিস্টের বাইরে কোন ব্যক্তি আপনার প্রোফাইলের কোন তথ্য দেখতে পাবে না।