কথায় বলে দাঁত থাকতে কেউ দাঁতের মর্যাদা বোঝে না। এই দাঁত কেবল আজকে নয়, আজ থেকে ৮৫০০ বছর আগেও মানুষের কাছে অমূল্য ছিল। তাই অলঙ্কার হিসেবে মানুষের দাঁতকে ব্যবহার করা হত। তুরস্কে নিওলিথিক যুগের খননকার্য নিয়ে গবেষণায় ইতিহাসবিদরা জানিয়েছেন এমন চমকপ্রদ তথ্য।