গরম চায়ের কাপে ধোঁয়া উঠে। আবার মিলিয়ে যায়। এভাবে ধোঁয়া মিলিয়ে যেতে যেতে পড়ে থাকে চা আর কাপ। বাড়ির এক টুকরো নির্জন কোণে চা এর সাথে একাকী সময় ব্যয় বরাবরই দারুণ এক অনুভূতি।
চাপ্রেমী বাঙালি তার সতেজতা ফিরে পায় এমন চায়ের প্রতিটি চুমুকে। তরতাজা শরীর-মন অভিযাত্রী হয় আপন সৃজনশীল কোনো কাজে। আর সেটা মস্তিস্ক নির্ভরই হোক কিংবা কায়িকশ্রম নির্ভর। চায়ের চুমুক প্রতিবারই জানান দেয় সে অতুলনীয়।