ইন্টারনেট ব্যবহার করেন আর গুগলের নাম শুনেননি, এমন মানুষ খুঁজে পাওয়ার সম্ভাবনা আজ শূন্যের কোটায়। কিন্তু গুগলই কি একমাত্র সার্চ ইঞ্জিন? গুগল ছাড়াও ইয়াহু, বিং, ডাকডাকগো, সিসি সার্চ, স্টার্টপেজ, ইত্যাদি অনেক সার্চ ইঞ্জিন রয়েছে। এরা প্রত্যেকেই কার্যত একটি আরেকটি থেকে আলাদা বৈশিষ্ট্যসম্পন্ন এবং সার্চ ইঞ্জিন হিসেবে জনপ্রিয়। কিন্তু গুগলের সাথে তুলনা করলে জনপ্রিয়তার দিক থেকে গুগলের ধারে কাছে নেই কেউ।