পুঁজিবাজারের অস্থিরতার বিষয়ে আগামী জানুয়ারি মাসের মধ্যে দৃশ্যমান কিছু হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব মফিজ উদ্দীন আহমেদ। তিনি ইতিবাচক পরিবর্তন আসবে বলে ইঙ্গিত দিয়েছেন।
মঙ্গলবার অর্থমন্ত্রণালয়ে পুঁজিবাজারের উন্নয়নের জন্য অর্থমন্ত্রীর সঙ্গে অংশীজনের মতবিনিময় সভার প্রস্তাব বাস্তবায়নের বিষয়ে বৈঠক শেষে তিনি এ কথা জানান।মফিজ উদ্দীন আহমেদ বলেন, পুঁজিবাজারের চলমান অস্থিরতা নিয়ে অর্থমন্ত্রণালয়ের চলমান বৈঠকে কোন সিন্ধান্ত হয়নি। তবে আলোচনা ইতিবাচক হয়েছে।
পুঁজিবাজার কার্যক্রম সমন্বয় ও তদারকি কমিটির এ আহ্বায়ক বলেন, ২০২১ সালের যে বিষয়গুলো নিয়ে অর্থমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছিল সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা হয়েছে। আগামী একমাসের মধ্যে যার যার অবস্থানের প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।