করোনা সংক্রমণ পরিস্থিতির কারণে দীর্ঘ দেড় বছরের বেশি সময় বন্ধের পর শিক্ষাপ্রতিষ্ঠান খুললেও কয়েকটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে অস্থিরতা বিরাজ করছে। এক মাসের মধ্যে তিনটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান বা সেগুলোর ছাত্রাবাস বন্ধ করা হয়েছে। এই তিনটি ঘটনার পেছনেই ক্ষমতাসীন দলের ছাত্রসংগঠন ছাত্রলীগের সাংগঠনিক দ্বন্দ্ব, প্রভাব বা নেতা-কর্মীদের ভূমিকা রয়েছে।
এ ছাড়া আবাসিক হলগুলো থেকে অছাত্রদের বিতাড়ন ও হলগুলোতে থাকা ‘গণরুমের’ ব্যবস্থা বন্ধ করার ঘোষণা দেওয়া হলেও তা বাস্তবায়িত হয়নি।