মোদী-পুটিন বৈঠক, সামরিক সহযোগিতার চুক্তি

ডয়েচ ভেল (জার্মানী) প্রকাশিত: ০৭ ডিসেম্বর ২০২১, ১০:০৬

দিল্লিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনের সঙ্গে নরেন্দ্র মোদীর বৈঠক হলো। ২০১৯ সালের পর এই প্রথম মুখোমুখি বৈঠক। ইউক্রেন নিয়ে পশ্চিমা দেশগুলির সঙ্গে রাশিয়ার সংঘাত যখন তুঙ্গে উঠেছে, সেই সময় ভারত সফরে এলেন রাশিয়ার প্রেসিডেন্ট পুটিন। সোমবার পুটিনের সঙ্গে মোদীর দীর্ঘ বৈঠক হয়েছে। তারপর দুই দেশের মধ্যে মন্ত্রীপর্যায়ের আলোচনা হয়েছে। একগুচ্ছ চুক্তি সই হয়েছে। তার মধ্যে সামরিক সহযোগিতা নিয়ে একাধিক চুক্তি সই হয়েছে।


বৈঠকের পর যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, ''আফগানিস্তানের মাটিকে ব্যবহার করে অন্য দেশে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালানো যাবে না। আন্তঃসীমান্ত সন্ত্রাস করা যাবে না।'' ভারতের বিদেশসচিব হর্ষবর্ধন শ্রিংলা বৈঠকের পরে জানিয়েছেন, ''ঠিক হয়েছে, লস্কর, আল কায়দা, আই এসের মতো জঙ্গি সংগঠনগুলির বিরুদ্ধে দুই দেশ একসঙ্গে কাজ করবে। ভারতের প্রতিবেশী এলাকায় যে সন্ত্রাসবাদী কার্যকলাপ হচ্ছে, সে সব নিয়েই আলোচনা হয়েছে।'' অর্থাৎ নাম না করলেও পাকিস্তানের প্রসঙ্গ যে আলোচনায় এসেছে তা বুঝিয়ে দিয়েছেন শ্রিংলা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us