তথ্য নিরাপদ রাখতে সরকারি সব বিভাগ ও সংস্থার জন্য একটি সমন্বিত ‘ক্লাউড-কম্পিউটিং ডিজিটাল প্ল্যাটফর্ম’ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে ব্যয় হবে আড়াই হাজার কোটি টাকা।
সরকারের ডিজিটাল সক্ষমতা বাড়ানোর পাশাপাশি দেশে ডিজিটাল অর্থনীতির পরিবেশ তৈরি করতে এ প্রকল্প বাস্তবায়নের পদক্ষেপ নিয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ।
প্রকল্পটি বাস্তবায়িত হলে বছরে প্রায় ২০ কোটি ডলারের সমপরিমাণ এক হাজার ৭০০ কোটি টাকা ব্যয় সাশ্রয় হবে বলে প্রকল্প প্রস্তাবে বলা হয়েছে।