কোচ রাহুল দ্রাবিড়ের শুরুটা ভালোই হলো। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ জিতে দারুণ সাফল্য ঝুলিতে পুরেছেন। শুধু তাই নয়, দলের র্যাঙ্কিংয়েও উন্নতি হয়েছে। আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান দখল করেছে ভারত। দ্বিতীয় স্থানে নেমে গেছে নিউজিল্যান্ড। ২০১৬ সালের পর আবার নিউজিল্যান্ডকে টেস্ট সিরিজ হারাল ভারত। কোহলিরা ২৮টি ম্যাচে ৩৪৬৫ পয়েন্ট ও ১২৪ রেটিং নিয়ে শীর্ষে উঠেছে। ২৫টি টেস্টে ৩০২১ পয়েন্ট ও ১২১ রেটিং নিয়ে দুইয়ে নেমে গেছে নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়া তৃতীয় স্থানে, চারে ইংল্যান্ড, পাঁচে পাকিস্তান, ছয়ে দক্ষিণ আফ্রিকা, সাতে শ্রীলঙ্কা, আটে ওয়েস্ট ইন্ডিজ, নয়ে বাংলাদেশ ও দশম স্থানে রয়েছে জিম্বাবুয়ে।