পাকিস্তানের লাহোরের মডেল টাউনের জেলা আদালতের লক-আপ থেকে ১২ জন বন্দি পালিয়েছে। দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের পর বন্দিরা পালিয়ে যায় বলে জানিয়েছেন দেশটির পুলিশ কর্মকর্তারা। জানা গেছে, দুই কারাগার থেকে মোট ১৬৬ জন বন্দিকে বকশী খানায় (বিচারিক লক-আপ) আনা হয়েছিল। যেখানেই দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। জিওটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বন্দিরা লক-আপের ভেতরের কাঠ ও স্টিলের চেয়ার ভেঙে লাঠি তৈরি করে। এসময় দুই গ্রুপের সংঘর্ষ নিয়ন্ত্রণে আনার জন্য পুলিশ গেট খুলে দেয়।