ভাইরাল শুভারানী ও ভুবন বাদ্যকর এবং আজকের আধমরা তরুণসমাজ!

ঢাকা টাইমস জি এম কিবরিয়া প্রকাশিত: ০৬ ডিসেম্বর ২০২১, ২০:৩৫

তারুণ্য প্রাণিকুলের স্বর্ণালি অধ্যায় আর মানবকুলের অহংকার! কিন্তু আজকের তরুণ কীভাবে সেই মূল্যবান সময় অতিক্রম করছে, তা-ই আজকের আলোচ্য বিষয়। সাধারণত ১৮-৩২ বছরকে তারুণ্যের মোক্ষম সময় বলা হয়। কবি সুকান্ত ১৮ বছর বয়স সম্পর্কে চমৎকার একটি কবিতায় লিখেছেন। কত সুন্দর সেই কবিতা!



"আঠারো বছর বয়সের নেই ভয়


পদাঘাতে চায় ভাঙতে পাথর বাধা,


এ বয়সে কেউ মাথা নোয়াবার নয়-


আঠারো বছর বয়স জানে না কাঁদা।"


আমি নিশ্চিত আজকে অনেক তরুণ জানেনই না, এ রকম একটি কবিতা আছে?


কারণ কী? মোবাইল ফোন প্রযুক্তি?


না। প্রতিটি প্রযুক্তিরই ভালো এবং মন্দ দিক আছে! ছুরি দিয়ে যেমন সবজি কাটা যায়, তেমনি ডাকাতিও করা যায়! অন্যদিকে দেখুন, ফুল থেকে মৌমাছি মধু সংগ্রহ করে, আর মাকড়শা শুষে নেয় বিষ! যার যা নেশা!

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us