Google Doodle: আজ গুগলে 'পিজা স্লাইসিং গেম' খেলেছেন?

জিনিউজ (ভারত) প্রকাশিত: ০৬ ডিসেম্বর ২০২১, ১৫:৫৫

নিজস্ব প্রতিবেদন: বিশ্বজুড়ে এখন একটাই খাদ্য। লোকমুখে এখন এই খাদ্যটিই একেবারে শীর্ষে অবস্থান করছে। আট থেকে আশির ঠোঁটে শুধু এরই নাম-- পিৎজা। সেই পিৎজাকে স্বীকৃতি জানাল গুগল। 


২০০৭ সালে আজকের দিনে ইউনেসকো এই খাদ্যটিকে বিশ্বের আবহমান খাদ্যসংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হিসেবে স্বীকার করে নিয়েছিল। এ বছরে সেই দিনটির স্মরণে গুগল এক কাণ্ড ঘটাল। তারা একটা ডুডল দিয়ে বিশ্বের এই পিৎজা-সংস্কৃতিকে সম্মান জানাল। শুধু ডুডল নয়, তারা পিৎজা স্লাইসিং গেমও আনল। এর ফলে পাঠকের অংশগ্রহণ আরও বাড়বে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us