বিশ্বের প্রতিটি বাবা-মা তার সন্তানদেরকে সুখে ও আনন্দে রাখতে চায়। তাদের চাহিদা পূরণের লক্ষ্যে অক্লান্ত পরিশ্যম করেন। নিজেরা না খেয়ে সন্তানের মুখে অন্ন তুলে দেন বাবা-মায়েরা। তবে কখনো কি ভেবে দেখেছেন, সুখে রাখার চেষ্টা করার পরও আদৌ আপনার সন্তান সুখী কি না?
২০২০ সালের ইউনিসেফের একটি রিপোর্ট থেকে প্রকাশ্যে এসেছে, নেদারল্যান্ডসের শিশুরা পৃথিবীর সবচেয়ে সুখী শিশুদের তালিকায় পড়ে। ৪১টি ধনী দেশের মধ্য থেকে অ্যাকাডেমিক ও সোশ্যাল স্কিলের ভিত্তিতে এই তালিকা করা হয়। এই অধ্যায়নে নেদারল্যান্ড প্রথম স্থান অধিকার করে।