প্রতিষ্ঠার পর দুই দশকের বেশি সময় পেরিয়ে গেলেও গণিত বিষয়ের কোনো শিক্ষক যোগ দেননি খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজ। শিক্ষা মন্ত্রণালয় পদায়ন না করায় কলেজের গণিত শিক্ষকের পদ শূন্যই রয়ে গেছে। ফলে কলেজে গণিত পড়ানোই হয় না। এ কারণে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরাও আবশ্যিক বিষয় হিসেবে গণিত নেয় না।
কেবল গণিত বিভাগ নয়, খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি, পরিসংখ্যান এবং ইতিহাস বিষয়েরও কোনো শিক্ষক নেই। তবে অন্য বিষয়ের শিক্ষকেরা মাঝেমধ্যে ওই সব বিষয়ে পাঠদান করালেও গণিত কেউ পড়ান না। শিক্ষকসংকটের প্রভাব পড়ছে এইচএসসি পরীক্ষার ফলাফলে। ২০১৮ সালে এইচএসসিতে পাসের হার ছিল ৫৪ শতাংশ। এই হার কমে ২০১৯ সালে দাঁড়ায় ৩৭ শতাংশে।