বৃষ্টির দিনে খিচুড়ির খেতে ইচ্ছে করে অনেকেরই। এ সময় খিচুড়ির স্বাদও যেন অনেকগুন বেড়ে যায়। অতিথি পরায়ণ জাতি যেন এই উদাস বৃষ্টিতে বেশি করে কাছে পেতে চায় বন্ধুদের, অতিথিদের। বৃষ্টির দিনে অতিথি মানেই আপ্যায়নে থাকে খিচুড়ি। শুধু অতিথি নয়, বৃষ্টির দিনে পরিবারসহ খিচুড়ি খাওয়াতে যেন অন্য রকম অনুভূতি কাজ করে। আর সঙ্গে ইলিশ ভাজা হলে যেন ভিন্ন মাত্রা যুক্ত হয়।
বাইরে বৃষ্টি,আর ঘরে যদি রান্না হয় খিচুড়ি! বেশ মজাই হবে তাহলে। কিন্তু বৃষ্টির দিনেই খিচুড়ি কেন?