একদিনে ট্রেজারি বিলে সাড়ে ছয় হাজার কোটি টাকা তুলল কেন্দ্রীয় ব্যাংক

দ্য বিজনেস স্ট্যান্ডার্ড প্রকাশিত: ০৬ ডিসেম্বর ২০২১, ১০:৪৯

নগদ টাকার সঙ্কট মেটাতে বাজার থেকে এক মাসের জন্য টাকা উত্তোলন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ ব্যাংক। এমনই সংকটের মধ্যে হঠাৎ করে একদিনে সরকারের ট্রেজারি বিলের মাধ্যমে সাড়ে ছয় হাজার কোটি টাকা উত্তোলন করেছে কেন্দ্রীয় ব্যাংক।


রোববার  বাংলাদেশে ব্যাংকের অকশন ক্যালেন্ডার অনুযায়ী সরকারের দুইটি ট্রেজারি বিলের মাধ্যমে আড়াই হাজার কোটি টাকা তোলার কথা ছিল। একটি ছিল ৯১ দিন মেয়াদি,  ২.৪০% সুদে উত্তোলন করার কথা ছিল ১৫০০ কোটি টাকা। এছাড়া ৩৬৫ দিন মেয়াদে ৩.৪৯% সুদে তোলার কথা ছিল ১০০০ কোটি টাকা।


অথচ কেন্দ্রীয় ব্যাংক ৯১ দিন মেয়াদি বিলে একই সুদে উত্তোলন করেছে ৩ হাজার ৮৪১ কোটি টাকা। এছাড়া ৩৬৫ দিন মেয়াদি ট্রেজারি বিলে একই সুদে উত্তোলন করেছে ২৮৪০ কোটি টাকা।


এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা বলেন, অকশন ক্যালেন্ডার যখন করা হয়েছিল তখন সরকারের টাকা উদ্বৃত্ত ছিল। হঠাৎ করে গত এক সপ্তাহে বড় বড় কিছু বিল পরিশোধ করায় সরকারের অ্যাকাউন্ট নেগেটিভ প্রায়। তাই বেশি টাকা উত্তোলন করতে হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us