পরিপূর্ণতার চিরসাথী

সমকাল জাঁ-নেসার ওসমান প্রকাশিত: ০৬ ডিসেম্বর ২০২১, ০৯:১৬

বিরক্তির জন্য বউ নয়, চিরসাথীর জন্য বউ, পরিপূর্ণতার জন্য বউ- সম্প্রতি বউয়ের এ সংজ্ঞা বহু মানুষের মনে ধরেছে। বউ বলতে বিবাহিত স্ত্রীকেই বোঝায়। কিন্তু প্রশ্নের অবতারণা হয়েছে, বিরক্তির সঙ্গে কেন বউয়ের নাম জুড়তে হচ্ছে?


বেশ কিছু কমরেড জানালেন, বউ প্রচণ্ড বিরক্তিকর, প্রতিটি মুহূর্তের জেরার চোটে, বউকে ভালো লাগে না মোটে। জীবনে পরিপূর্ণতা তো দূরের কথা, বেঁচে থাকতে দেবে কিনা, তার কোনো ঠিক-ঠিকানা নেই! পরিপূর্ণতা!


আমার এক বন্ধু আছে, যে প্রতিটি কথায় তর্ক-বিতর্ক জুড়ে দেয়। ওকে দেখলেই সবাই ওকে জাতীয় বিতর্ক বলে সম্বোধন করে। এই জাতীয় বিতর্ক বন্ধুটির অনৈতিক সম্পর্কের পরম দোষ রয়েছে। ফলে স্ত্রীর সাথে ঠোকাঠুকি লাগবেই। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us