বাংলাদেশ-ফ্রান্স সম্পর্কের নতুন উচ্চতা

সমকাল প্রকাশিত: ০৬ ডিসেম্বর ২০২১, ০৮:১৫

গত মাসের ৯ তারিখে বাংলাদেশ ও ফ্রান্স আর্থিক সহায়তা ও প্রযুক্তিগত সহযোগিতা সংক্রান্ত তিনটি চুক্তি স্বাক্ষর করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৯ থেকে ১৪ নভেম্বর ফ্রান্সে রাষ্ট্রীয় সফর চলাকালে এসব চুক্তি স্বাক্ষরিত হয়। দুই দেশ প্রতিরক্ষা সহযোগিতার যে সম্মতিপত্রে সই করেছে, তাতে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর দক্ষতা বাড়াতে আধুনিক প্রশিক্ষণের পাশাপাশি প্রযুক্তি বিনিময়ের মতো বিষয়গুলোও যুক্ত রয়েছে।


ঢাকা-প্যারিস সম্পর্ককে পরের ধাপে উত্তরণে অর্থনৈতিক সহযোগিতা, বিশেষ করে ব্যবসা, বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি প্রতিরক্ষা সহযোগিতার বিষয়েও কথা বলেছেন প্রধানমন্ত্রী। প্রকৃতপক্ষে, ১৯৭২ সালের ১৪ ফেব্রুয়ারি ফ্রান্স বাংলাদেশকে স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হিসেবে অনুমোদনের মাধ্যমে বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্কের সূচনা হয়। বাংলাদেশ '৭২-এর ১৭ মার্চ ফ্রান্সের রাজধানী প্যারিসে আবাসিক কূটনৈতিক মিশন চালু করে। বস্তুত, ফ্রান্স ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় থেকেই বাংলাদেশকে সহযোগিতা করে আসছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us