বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও দলের ঢাকা মহানগর দক্ষিণ কমিটির আহ্বায়ক আবদুস সালাম বলেছেন, খালেদা জিয়ার চিকিৎসায় কোনও শর্ত নয়, অবিলম্বে বিদেশে সুচিকিৎসা নিশ্চিত করুন। তিনি বলেন, ‘সুচিকিৎসা সংবিধান স্বীকৃত মৌলিক অধিকার, যা রাষ্ট্রের সকল নাগরিকেরই প্রাপ্য।’
রবিবার (৫ ডিসেম্বর) কমিটির সাংগঠনিক পুনর্গঠন কার্যক্রমের অংশ হিসেবে রাজধানরি নিউ মার্কেট থানার ১৮ নম্বর ওয়ার্ড বিএনপি’র কর্মীসভায় তিনি এ কথা বলেন।