চলতি মৌসুম শুরুর আগে বার্সেলোনা ছেড়ে লিওনেল মেসি যোগ দিয়েছিলেন প্যারিস সেইন্ট জার্মেইঁতে। ক্লাবটিতে যোগ দেওয়ার পর যেন নিজের চেনা ছন্দ খুঁজে পাচ্ছেন না এই আর্জেন্টাইন তারকা। এখন পর্যন্ত ১২ ম্যাচ খেলে পেয়েছেন কেবল চার গোল, করেছেন তিন অ্যাসিস্ট।
লিগ ওয়ানে যেন একটু বেশিই অচেনা মেসি। ফরাসি লিগটিতে মাত্র ১ গোল করেছেন কয়েক দিন আগে ক্যারিয়ারের সপ্তম ব্যালন ডি’অর উঁচিয়ে ধরা এই ফুটবলার। কেন এমন হচ্ছে? তার একটি কারণ বোধ হয় খুঁজে পাওয়া গেল মেসির সাবেক সতীর্থ সুয়ারেজের কথায়।