প্রধান শিক্ষককে কক্ষবন্দি, ৯৯৯-তে ফোন পেয়ে উদ্ধার

ঢাকা পোষ্ট প্রকাশিত: ০৫ ডিসেম্বর ২০২১, ১৯:৪৬

বরগুনায় বেতাগী উপজেলার একটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে লাঞ্ছিত করে রুমে আটকে রাখা হয়। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করেছে পুলিশ। রোববার (৫ ডিসেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার কুমড়াখালী শশী ভূষণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঈনুল ইসলামের সঙ্গে এ ঘটনা ঘটে।


মঈনুল ইসলাম বলেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ফণী ভূষণ ও বর্তমান সভাপতি জয়ন্তী রানীর মধ‌্যে বিরোধ চলে আসছে। রোববার সকালে বিদ্যালয়ে আসার পর সাবেক সভাপতি ফণী ভূষণ ও কমিটির সদস্য বিনয় ভূষণ সিংহসহ ১০ থেকে ১২ জন এসে আমাকে অকথ্য গালি দিতে থাকেন। একপর্যায়ে আমার মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে আমাকে রুমে আটকে রাখেন তারা। পরে স্থানীয়রা ৯৯৯-এ কল করলে বেতাগী থানা পুলিশ এসে আমাকে উদ্ধার করে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us