দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে বিএনপি অনড় বলে মন্তব্য করেছেন দলটির ভাইস চেয়ারম্যান ও টাঙ্গাইল জেলার আহ্বায়ক অ্যাডভোকেট আহমেদ আযম খান।
তিনি বলেছেন, ‘খালেদা জিয়া নিশ্চিত মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন। অথচ সরকারের খেয়াল নেই। আমাদের কর্মসূচিতে সরকার অনুমতি দেয় না। আরও বাধা সৃষ্টি করে। কারণ এ সরকার জনগণের ভোটের সরকার নয়। আমরা ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন গড়ে তুলবো। এ বিজয়ের মাসে আমাদের কেন্দ্রীয় এবং জেলা উপজেলায় বিভিন্ন কর্মসূচি নেওয়া করা হয়েছে।’